Saturday , December 2 2023
Breaking News

হাসপাতালে মাশরাফি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। সকালে কফের সঙ্গে রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান তিনি।কয়েকটি বিশ্বস্ত সূত্র জানায়, শনিবার সকাল থেকে অসুস্থ অনুভব করছিলেন মাশরাফি। এ কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, হঠাৎই কফের সঙ্গে রক্ত আসে তার।

তবে তা গুরুতর কিছু নয় বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, মাশরাফির গুরুতর কিছু হয়নি। সকালে কফের সঙ্গে হালকা রক্ত আসে তার। যে কারণে চেকআপ করাতে হাসপাতালে যান তিনি। ম্যাশের ফুসফুস চেকআপ করা হয়েছে। এতে খারাপ কিছু পাওয়া যায়নি। তাকে হাসপাতালে ভর্তি হতে হবে না।কলকাতায় সেরা বাঙালি অ্যাওয়ার্ড নিয়ে গেলো বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন মাশরাফি। এরই মধ্যে ঢাকায় কন্ডিশনিং ক্যাম্পের পর অনুশীলন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রাথমিক দলের বেশিরভাগ টাইগার সদস্য।তবে মাশরাফিসহ কয়েক ক্রিকেটার চট্টগ্রাম পর্বে অংশ নিচ্ছেন না। তারা ঢাকায় থাকছেন।

copy from Rtv online

About tvsandwip

Check Also

আজ পূর্ণ সূর্যগ্রহন, বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না

আজ ২১ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। তবে বাংলাদেশ গ্রহণটি দেখা যাবে না। শুধু তাই নয় এশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *