আজ ২৫ এপ্রিল সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান (পিপিএম-বার) এর নেতৃত্বে এসঅাই মোঃ গোলাম মোস্তফা, এসঅাই মোঃ নুরুল করিম ও তাদের ফোর্স সহ সন্দ্বীপ থানা এলাকার বাউরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাকসুদ নামে এক আসামীকে গ্রেফতার করে, সন্দ্বীপ থানার মামলা নং-৩(০১)১১ ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ, সন্দ্বীপ থানার মামলা নং-০৪(১০)১০ ধারা-৩৯৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক অাসামী মোঃ মাকছুদ(৩০)

- পিতা মৃত হাফেজ অাহাম্মদ সাং বাউরিয়া মহব্বত খার বাড়ী, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম।আসামি কে পরে বিজ্ঞ অাদালতে সোপর্দ করা হয়।