Breaking News

সন্দ্বীপ থানাকে ডাবল কেবিন গাড়ী উপহার দিলেন সাংসদ মিতা

প্রায় সাড়ে চার লক্ষ জনগনের বসতি সন্দ্বীপ উপজেলায়। জনগনের সার্বিক নিরাপত্তায় রয়েছে একটি থানা। যেটির বর্তমান অবস্হান এনাম নাহার মোড়ের দক্ষিণে। প্রতিদিন দ্বীপের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কে সন্দ্বীপের বিভিন্ন প্রান্তে দ্রুত যেতে হয় কিন্তু সন্দ্বীপ থানার পুলিশের ব্যবহারের জন্য সরকারীভাবে ছিল একটি গাড়ি।

আজ সাংসদ মাহফুজুর রহমান মিতা সন্দ্বীপ থানার আইন শৃঙ্খলা কাজে ব্যবহারের জন্য নতুন একটি ডাবল কেবিন গাড়ি হস্তান্তর করেন সন্দ্বীপ থানার ওসিকে। গাড়ী হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হুদা, উপজেলা স্বাস্হ কর্মকর্তা ডা:ফজলুল করিম, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান, মাইটভাঙ্গা ইউপি চেয়ারম্যানে মিজানুর রহমান।

উল্লেখ্য গতবছরও সাংসদ সন্দ্বীপ থানাকে আরেকটি গাড়ী উপহার দেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহারের জন্য।

এদিকে চাবি হস্তান্তর পূর্বে এক আলোচনা সভায় এমপি মিতা বলেন, সন্দ্বীপ থানার অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।

তবে থানার নেই পর্যাপ্ত যানবাহন। সেইজন্য আমার পক্ষ থেকে এই গাড়ীর ব্যবস্থা। তিনি ওসি, এস আই সহ সকল কে ধন্যবাদ জানিয়ে সন্ত্রাস ও মাদক বিরুদ্ধে সব সময় সজাগ থাকতে বলেন।

About tvsandwip

Check Also

কুমিরা গুপ্তছড়া নৌ রুটে ভাড়া কমাতে ডিও লেটার দিলেন সাংসদ মিতা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এ রুটে মাত্রাতিরিক্ত  যাত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *