আগষ্ট হল শোকের মাস, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। গতকাল ছিল শোক দিবস, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন চট্টগ্রাম ১০ আসন হতে নব নির্বাচিত সাংসদ মহিউদ্দিন বাচ্চু। আজ সকাল ১১ টায় হালিশহরস্থ হল সেভেন কমিউনিটি সেন্টারে এ অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসন হতে নব নির্বাচিত সাংসদ মহিউদ্দীন বাচ্চু, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১১,২৫,২৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি,চট্টগ্রাম মহানগর যুবলীগ সাবেক সদস্য ছালে আহম্মদ ডিগল, ১১নং দক্ষিণ কাট্টলী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুট্টো, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগেরর ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, সামাজিক সংগঠন হাফুস এর সাধারন সম্পাদক নিজাম উদ্দীন ভূইয়া, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন খোকন ও চট্টগ্রাম মহানগর যুব সংগঠক সাইফুল ইসলাম রবিন।
নাজমুল হাকিম এর সঞ্চালনায় এবং যুবনেতা নুর উদ্দীন মিল্টনের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
