Breaking News

ব্রাক- আইওএম মিডিয়া এ্যওয়ার্ড পেয়েছেন সাংবাদিক সালেহ নোমান

ব্রাক- আইওএম মাইগ্রেশান মিডিয়া এ্যওয়ার্ড পেয়েছেন রেডিও টুডের সিনিয়র রিপোর্টার সালেহ নোমান। আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালি ব্রাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই এওয়ার্ড প্রদান করা হয়। ২০১৭ সালের জুলাই মাসে রেডিও টুডে তে প্রচারিত সমুদ্র পথে পাচার হওয়া মানুষদের পরিবারের দুর্দশা, দেশ-বিদেশে পাচার হওয়া নারী ও শিশুদের দু্র্ভোগ এবং পাচারকারীদের বিচারের সার্বিক পরিস্থিতি নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য এই এ্যওয়ার্ড দেয়া হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ১৪জন সাংবাদিককে এই এ্যওয়ার্ড দিয়েছে বিশ্বের অন্যতম বেসরকারি সংস্থা ব্রাক। পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বিশেষ আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর উপ সম্পাদক আনিসুল হক।

সুত্রঃ দ্বীপের-খবর

About tvsandwip

Check Also

কুমিরা গুপ্তছড়া নৌ রুটে ভাড়া কমাতে ডিও লেটার দিলেন সাংসদ মিতা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এ রুটে মাত্রাতিরিক্ত  যাত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *