Wednesday , December 6 2023
Breaking News

কানাডা (সিএফএম) ফাউন্ডেশন এর অর্থায়নে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহযোগীতা প্রদান

সু‌বিধা ব‌ঞ্চিত‌দের সা‌থে নি‌য়ে – কানাডা (সিএফএম) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ ও মানবাধিকার কর্মী জামাল উদ্দিন মিন্টু’র সহযোগিতায় ওব্যাট স্কুলের শিক্ষার্থীদের কেডস, প্রজাপতি বই নিকুঞ্জককে বই ও জান্নাতকে অর্থ প্রদান অনুষ্ঠানে -মানবা‌ধিকার কর্মী এমদাদুল ক‌রিম সৈক‌তের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের মাননীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা (এম‌পি)

বি‌শেষ অতি‌থিঃ বি‌শিষ্ট সমাজ ও রাজ‌নী‌তি‌বিদ -এরশাদুল অামীন, ১১নং দ‌ক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউ‌ন্সিলর মোর‌শেদ অাকতার চৌধুরী, সংর‌ক্ষিত ম‌হিলা কাউ‌ন্সিলর জেস‌মিনা খানম ।

প্রধান অা‌লোচক হি‌সে‌বে ছি‌লেন বরণ্য অান্তর্জা‌তিক মানবা‌ধিকার নেতা ও সার্ক মানবাধিকার ফাউন্ডিশন মহাস‌চিব প্র‌ফেসর অা‌বেদ অালী,এ‌শিয়ন টি‌ভির চট্টগ্রাম বু‌রো চীফ অাহম্মদ ক‌বির,বি‌শিষ্ট সমাজ সেবক ও ক্রীয়া ব্য‌ক্তিত্ব সা‌হেদ সারওয়ার শামীম,‌সিএনএফ ফাউন্ডেশ‌নের বাংলা‌দেশ কা‌ন্ট্রি অ‌ডি‌নেটর মোসা‌দ্দেক অাহম্মদ,ওব্যাট প্র‌জেক্ট প‌রিচালক সো‌হেল অাক্তার খাঁন,সমাজ সেবক অাশফাকুল অালম অাশফাক, সা‌বেক বি‌শিষ্ট ছাত্র‌নেতা অাফগানী বাবু, ওব্যাট হা‌লিশহর প্রধান শিক্ষক ইসরাত জাহান,ও রায়হান মোস্তাক,সা‌বেক ছাত্র‌নেতা ও তরুন ব্যবসায়ী ইমরুল হায়দার‌ সৈকত, চট্টগ্রাম ক‌লেজ সন্দ্বীপ স্টু‌ডেন্ট এসো‌সি‌য়েশন ফরহাদ বিন অালম,অাবদুস সামাদ সো‌হেল,মহ‌সিন ক‌লেজ সন্দ্বীপ ছাত্র‌ ফোরাম সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী র‌নি,বাংলা‌দেশ ইয়ংগার্স সভাপ‌তি এস,এম অানাস,অা‌লো‌কিত সং‌ঘের সা‌বেক সভাপ‌তি খা‌দেমুল ইসলাম, প্রজাপতি বই নিকুঞ্জ সদস্য সাইফুল ইসলাম রাহাদ, সার্ক মানবা‌ধিকার নেতা শাহীন চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক জামাল চৌধুরী, অাবু সা‌হেদ,এম এ জ‌লিল,হাজী অা‌জিজ মিয়া,লায়ন সাইফুল ইসলাম,তা‌রেক,‌রিতা চৌধুরী, ও ব্রেইন টিউমা‌রে অাক্রান্ত জান্নাত এর বাবা ওয়া‌সিম ওসমান প্রমুখ । প‌রে ওব্যাট বাচ্চা‌তের স্কুল কেডস বিতরণ ও প্রজাপতি বই নিকুঞ্জ কে বই এবং জান্না‌তের জন্য নগদ অর্থ সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন প্রধান অ‌তি‌থি । সভাপ‌তির সমাপনী বক্তব্য শে‌ষে অনুষ্ঠা‌নের প‌রিসমা‌প্তি ঘ‌টে ।

About tvsandwip

Check Also

৫ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ২ হাজার হজযাত্রী

হজ্জ যাত্রার দ্বিতীয় দিনে পাঁচটি ফ্লাইটে এখন পর্যন্ত নির্বিঘ্নে দুই হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *