Breaking News

দ্বীপবন্ধুকে ছাড়িয়ে গেলেন ছেলে দ্বীপরত্ন : এমপি মিতার হ্যাট্রিক বিজয়

খাদেমুল ইসলাম, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি, ২৩:১৭ পি.এম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আজ বরিবার। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
ভোট গ্রহন শেষে শুরু হয় ভোট গণনার কাজ, সন্দ্বীপে উপজেলা কমপ্লেক্স ভবনের বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়াম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করছে সহকারী রির্টাননিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী।

সন্দ্বীপে সর্বমোট ৮৪ টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মাহফুজুর রহমান মিতা পেয়েছেন ৫৪ হাজার ৭৫৬ ভোট, তার নিকটতম প্রার্থী ঈগল প্রতীক নিয়ে ডাঃ জামাল উদ্দীন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট। নৌকা প্রতীক নিয়ে মাহফুজুর রহমান মিতা ২৬ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সন্দ্বীপে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৯১৪ ভোট। শতকরা ৩৬ দশমিক ২১ ভাগ সংগ্রহ হয়েছে।
এছাড়া অন্য ৬ জন প্রার্থীর মধ্যে মশাল প্রতীকের প্রার্থী নুরুল আকতার পেয়েছেন ৫৬৬ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির এম. এ ছালাম পেয়েছেন ১৩৫ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে মুহাম্মদ উল্যাহ খান ২২২ ভোট পেয়েছেন, নুরুল আনোয়ার হিরন একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট, আবদুর রহীম চেয়ার প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট, অধ্যক্ষ মোকতাদের আজাদ খান আম প্রতীক নিয়ে ১৫০ ভোট পেয়েছেন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৫০৫ টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ থেকে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিল।
উল্লেখ্য সাংসদ দ্বীপরত্ন মাহফুজুর রহমান মিতার বাবা দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সন্দ্বীপ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে বিজয়ী হয়েছিলেন।

About tvsandwip

Check Also

আইসিইউতে জ্ঞান ফিরল পলির,পরিবারে স্বস্তির নিঃশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ২১ মে  ২০২৪, সময় : ০১:১৫ পি.এম সন্দ্বীপের সন্তোষপুরে ভাসুরপুত্র কর্তৃক গলায় ছুড়িকাঘাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *