Thursday , September 19 2024
Breaking News

সিতাকুন্ডের বিএম ডিপোর অগ্নিকান্ডে সন্দ্বীপের ১ জন না ফেরার দেশে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আরো দুজন চমেক এ

খাদেমুল ইসলাম।  প্রকাশ : ০৭/০৬/২০২২,     রাত ২:৩৪

গত ৪ জুন রাত ১১ টায় চট্টগ্রামের সিতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ড ও কন্টেইনার বিস্ফোরণ ঘটে। এই অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ৩ জন বাসিন্দা। ঘটনার পর থেকে সন্দ্বীপ কালাপানিয়ার বাসিন্দা অগ্নিদগ্ধ তৌহিদুর রহমান সুমন নিঁখোজ থাকলেও ৫ জুন বিকাল ৪ টায় স্বজনরা উনার মরদেহ খুঁজে পান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নে গ্রামের বাড়ীতে ৬ জুন সকাল ৯ টায় দাফন সম্পূর্ণ হয়।
এদিকে চট্টগ্রাম মেডিকেলে এখনো বাঁচার জন্য চটপট করছে সন্দ্বীপের আরো দুজন বাসিন্দা। একজন গাছুয়ার নুরুল আকতার এবং অন্যজন পৌরসভা ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ সিরাজ।

নুরুল আকতারের বাম হাত বেশী দগ্ধ হওয়ায় ক্ষতিগ্রস্থ অংশটি কেটে ফেলতে হয়। এছাড়া নুরুল আকতারের কোমর এর সামনে ও পেছনের অংশ বেশ পুড়ে গেছে।

পৌরসভার বাসিন্দা সিরাজের মুখমন্ডলসহ বুক ও পিঠ ব্যাপক পুড়ে যায়। পুড়ে যাওয়া অংশের যন্ত্রনায় দুজন চটপট করছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় সন্দ্বীপের আহত দুজনের নিকটতম স্বজনেরা সেখানে বসে আছে এবং নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে অগ্নিদগ্ধের দিকে।
মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে সৃষ্টিকর্তার কাছে চিৎকার দিয়ে উঠে অগ্নিদগ্ধরা।

About tvsandwip

Check Also

কার্গিল প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ২৬ মার্চ ২০২৪, ১১ :৪৬ পি.এম সন্দ্বীপের শত বছরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান কার্গিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *