Thursday , September 19 2024
Breaking News

ইতিহাসঃসমাজও সংস্কৃতি” লেখক ড. রাজীব হুমায়ুন বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন

মন্জুর মাওলা

সন্দ্বীপের কৃতি সন্তান অধ্যাপক, লেখক ও গবেষক, বুদ্ধিজীবী ড. রাজীব হুমায়ুন স্যার এর প্রথম জানাযা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এই সময় দেশ বরেণ্য এই শিক্ষকের প্রতি সম্মান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান “অধ্যাপক ড. আখতার হোসেন”, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সন্দ্বীপ ছাত্র ফোরাম,ঢাকা এবং আরো শ্রদ্ধা জানায় বাংলা বিভাগ, ভাষা বিজ্ঞান বিভাগ। এছাড়া জানাযা নামাজে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশন সদস্য কবি আসাদ মান্নান, সাবেক ব্যাংক কর্মকর্তা শফিকুল মাওলা, সাবেক ডাকসু আপ্যায়ন সম্পাদক নুরুল আকতার, সন্দ্বীপ স্টুডেন্ট ফোরাম, ঢাকা এর প্রেসিডেন্ট আবদুস সোবহান, সেক্রেটারি রমিজ রাজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। মরহুমের দ্বিতীয় জানাযা নামাজ বাদ আসর কাজী পাড়া মনিপুরী আমতলা মসজিদে অনুষ্ঠিত হবে এরপর মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। উল্লেখ্য ডঃ রাজীব হুমায়ুন গত রাত ২ টায় এপেলো হাসপাতালে ইন্তিকাল করেন। তাঁর জন্মভূমি সন্দ্বীপের ইতিহাস নির্ভর লেখা “সন্দ্বীপের ইতিহাসঃসমাজও সংস্কৃতি” বইটি বিরল সৃষ্টি।

About tvsandwip

Check Also

সন্দ্বীপে ডাকাতির ঘটনায় ৬ আসামি গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

ওমর ফয়সাল, ২২ এপ্রিল ২০২৪, ৪: ২২ পি.এম একমাসের মধ্যে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *