Monday , September 16 2024
Breaking News

১ লাখ রোহিঙ্গা পুনর্বাসন হবে ভাষানচরে

ভাষানচরে মিয়ানমার থেকে আসা ১ লাখ রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা করা হবে। এজন্য দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৩১২ কোটি ১৫ লাখ টাকা। এই টাকার পুরোটায় ব্যয় করা হবে সরকারি তহবিল থেকে। এছাড়াও ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। সবগুলো প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার ৯৯ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে ১০ হাজার ৪৮ কোটি ২৮ লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং ৫০ কোটি ৮৮ লাখ টাকা প্রকল্পগুলোর বাস্তবায়নকারি সংস্থা যোগান দেবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় নৌবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ন-৩ প্রকল্পটি ২০১৯ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন, আজ ১৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

 

 

 

সূত্র: rtvonline

About tvsandwip

Check Also

সারাদেশে পাসের হার ৬৮.৯১

  এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে সারাদেশে পাসের হার ৬৮.৯১। জিপিএ-৫ পেয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *