Monday , September 16 2024
Breaking News

সন্দ্বীপ সমাজ উত্তরা” ঢাকা এর মনোমুদ্ধকর আয়োজনে ‘বর্ষবরণ ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ১৪২৪’ অনুষ্ঠিত

মন্জুর মাওলা ০১/০৫/২০১৭

ঢাকার অভিজাত এলাকা উত্তরা মডেল টাউনে পলওয়েল কনভেনশন সেন্টারে জনাব, আলী হায়দায় চৌধুরীর সভাপতিত্বে ১লা মে ২০১৭ইং অনুষ্ঠিত হল “সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা” এর বর্ষবরণ ও কৃর্তি শিক্ষার্থীদের সংম্বর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহাফুজুর রহমান মিতা। বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজাত এলাকা উত্তরাতে বসবাস করে সন্দ্বীপের প্রায় শতাধিক পরিবার। বিভিন্ন পেশার সন্দ্বীপিদের সম্মিলিত উদ্যোগে ২০০৫ সালে গঠন করা হয় সম্পূর্ণ সামাজিক সংগঠন ‘‘সন্দ্বীপ সমাজ উত্তরা” ঢাকা। পারস্পরিক যোগাযোগ স্থাপনে উত্তরা’র এই সংগঠনটি বিভিন্ন সময়ে সন্দ্বীপিদেরকে নিয়ে পিকনিক, বর্ষবরণ, মেজবান, ঈদ পুনর্মিলনী সহ নানা বৈচিত্রময় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠানের শুরুতে ২৯ এপ্রিল ১৯৯১ ও ২ এপ্রিল ২০১৭ইং নৌ-দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ আনওয়ারুল কবির। স্বাগত বক্তব্য প্রদান করেন “সন্দ্বীপ সমাজ উত্তরা” এর সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হায়দার চৌধুরী। অতিথিবৃন্দের সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রাক্তন অতিরিক্ত সচিব জনাব মোশাররফ হোসেন খাদেম, সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরামের সাবেক সভাপতি জনাবা সালেহা বেগম, সাবেক সেক্রেটারী জনাব নুরুল আকতার, প্রফেসর জনাব দিদারুল আলম, সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা এর উপদেষ্টা জনাব ওয়াহিদুর রহমান, উপদেষ্টা জনাব ইঞ্জি: তামিজিদুর রহমান। এ সময় বক্তারা ঢাকাস্থ সন্দ্বীপিদের মাঝে আত্ম-সামাজিক সুসম্পর্ক উন্নয়নে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সন্দ্বীপের সাংসদ জনাব মাহফুজর রহমান মিতা (এমপি) তাঁর বক্তব্যে সন্দ্বীপ সমাজ উত্তরা’র ‘বর্ষবরণ ও কৃতিশিক্ষার্থী সম্বর্ধনা ১৪২৪’’ এর ভূয়াসী প্রশংসা করেন। এক অভাবনীয় মনোমুগ্ধকর পরিবেশ অতি আকর্ষণীয় প্রোগ্রামটি ঢাকাস্থ সন্দ্বীপিদের এক মিলনমেলায় পরিণত হয়। প্রধান অতিথি সন্দ্বীপের সকল সমস্যা দূরীকরণে তাঁর আন্তরিক প্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। ঢাকাস্থ সন্দ্বীপবাসীদের সন্দ্বীপের উন্নয়নের এ অগ্রযাত্রায় সার্বিক সহায়তার আহবান জানান। অনুষ্ঠানে ৮জন কৃর্তিশিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। কৃর্তি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন এমপি মাহফুজুর রহমান মিতা সহ অন্যান্নরা। সন্দ্বীপের ঐতিহ্যবাহী খাবার আডোরা অথ্যাৎ পাঁচন সহ বহু পদের খাবারে সমৃদ্ধ ছিল মেজবান অনুষ্ঠান। দুপুরের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিচালনায়,এবং অতিথিদের মধ্যে অনেকে গান ও নিত্য পরিবেশন করেন। এরপর অনুষ্ঠানে আকর্ষণীয় রাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মনোমুগ্ধকর সন্ধ্যায় ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সন্দ্বীপ সমাজ উত্তরা, ঢাকা এর সম্মানীত সেক্রেটারী ইঞ্জি. আব্দুল হান্নান খান।

About tvsandwip

Check Also

সন্দ্বীপে ডাকাতির ঘটনায় ৬ আসামি গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

ওমর ফয়সাল, ২২ এপ্রিল ২০২৪, ৪: ২২ পি.এম একমাসের মধ্যে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *