Monday , September 16 2024
Breaking News

‘যাবজ্জীবন কারাদণ্ড’ রায়ের ব্যাপারে আইন বিশেষজ্ঞদের ভিন্নমত

যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড–সুপ্রিমকোর্টের এমন রায়ের ব্যাখ্যায় ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞরা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, শুধুমাত্র মৃত্যুদণ্ডের সাজা কমে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এ রায় তাদের জন্য প্রযোজ্য হবে।

যদিও অ্যাটর্নি জেনারেলের সাথে দ্বিমত পোষণ করে সাবেক আইনমন্ত্রী বলেছেন, এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর নয়,আমৃত্যু কারাবাস। যা সব আসামীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আপিল বিভাগের রায়ের ব্যাখ্যায় তারা এ কথা বলেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শুধু মাত্র মৃত্যুদণ্ডের সাজা কমে আমৃত্যু কারাদণ্ড হয়েছে তাদের জন্যে এই রায় প্রযোজ্য। তবে যারা  যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তাদের ক্ষেত্রে প্রচলিত আইন কার্যকর হবে।’

এদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘যাবজ্জীবন মানে তার জীবন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত। অর্থাৎ আমৃত্যু তাকে জেলে থাকতে হবে।এই ব্যাখ্যা দিয়ে আপিল কোর্ট রায় দিয়েছে।’

About tvsandwip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *