Tuesday , September 17 2024
Breaking News

দুবাই ১৯ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নিবে

১৮ এপ্রিল বুধবার দুবাইতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এতো করে শুধু গৃহখাতের ১৯ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর সুযোগ হল। এই কর্মী সরকারিভাবে পাঠানো হবে। যে ১৯ ক্যাটাগরির কর্মী নেবে আরব আমিরাত সেগুলো হলো:

১.গৃহ পরিচালক।

২.ব্যক্তিগত নাবিক।

৩.বাড়ি দেখা শুনার কর্মী ও নিরাপত্তা কর্মী।

৪.ঘরের মেষ পালক।

৫.পারিবারিক গাড়ির ড্রাইভার।

৬.গাড়ির পার্কিং পরিষ্কার।

৭.গৃহ পালিত ঘোড়ার রক্ষক।

৮.গৃহ পালিত বাজপাখি’র রক্ষক ও প্রশিক্ষক কর্মী।

৯.ঘরের ভিতরের কর্মী।

১০.বাড়ির কেয়ার টেকার কর্মী।

১১.ব্যক্তিগত প্রশিক্ষক।

১২.ব্যক্তিগত শিক্ষক।

১৩.বাচ্চা-দের সেবক।

১৪.বাড়ির আভ্যন্তরীণ কৃষক।

১৫.বাড়ির মালি।

১৬.ব্যক্তিগত নার্স।

১৭.ব্যক্তিগত পি-আর-ও-(P.R.O- Personal relationship officer.)

১৮.ব্যক্তিগত কৃষি ফার্মের প্রকৌশলী।

১৯.ঘরের বাবুর্চি।

এর বাইরে কোন কাজের ভিসা চালু করেনি আরব আমিরাত।

 

সূত্র:todaybangla24.net

About tvsandwip

Check Also

কার্গিল প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ২৬ মার্চ ২০২৪, ১১ :৪৬ পি.এম সন্দ্বীপের শত বছরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান কার্গিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *