সন্দ্বীপে নির্মিত প্রথম ভিডিও নাটক ” করোনা সামাচার” আবদুল আল ফরহাদের গল্পে মিজানুর রহমান টিটু ও ইসমাইল হোসেন মনি পরিচালিত নাটকটির মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রাখেন তানবির আহমেদ রিফাত।
নাটকটিতে চরিত্রের প্রয়োজনে হিজড়া চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নেয় রিফাত।করোনা সমাচার নাটকটিতে পাশ্ববর্তী চরিত্রে অভিনয় করলেও সাম্প্রতিক সাইফ রাব্বী ও মিজানুর রহমান টিটু পরিচালিত সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম টেলিফিল্ম “ডুবোচর” এর মধ্যে প্রধান একটি চরিত্রে অভিনয় করেন।
জেলেদের জন-জীবন,সমাজিক অবক্ষয়, দুই বন্ধুর অগাধ বিশ্বাস, ভালবাসার আর দ্বন্দ্ব মুখর গল্প নিয়ে সৃষ্টি এ টেলিফিল্ম ডুবোচর।
গত ২৮ ফেব্রুয়ারি ” ডুবোচর” টেলিফিল্মটির ট্রেলার মুক্তি পেয়েছে খুব শিগগিরই সন্দ্বীপে এটির পর্দশনী দেওয়া হবে।
