Breaking News

হালিশহরে ‘স্মারক : হাসান মোহাম্মদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

হালিশহরে ‘স্মারক : হাসান মোহাম্মদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ইলিয়াস কামাল বাবু, 05/06/2021

সদ্য প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ও সন্দ্বীপের কৃতি সন্তান ড. হাসান মোহাম্মদ স্মরনে প্রকাশিত ‘স্মারক : হাসান মোহাম্মদ’- গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ উপলক্ষে চট্টগ্রামের হালিশহরস্থ বাগানবাড়ি রেস্টুরেন্টে গতকাল ৪ জুন শুক্রবার, বিকেল সাড়ে ৪টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন-স্মরক গ্রন্থের সংকলক ও ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ এর সম্পাদক প্রিন্সিপাল মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ও সন্দ্বীপ এসোসিয়েশন
চট্টগ্রামের সাবেক সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন, কেএমএল গ্রুপের জেনারেল ম্যানেজার এএসএম আব্দুর রহিম, বিজয় স্মরণী ডিগ্রী কলেজের প্রভাষক ও মাসিক সজাগ সন্দ্বীপের সম্পাদক মোঃ ফসিউল আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মিজানুর রহমান বাবু ও মাকছুদের রহমান, অ্যাডভোকেট সাইফুর রহমান নওশাদ, অ্যাডভোকেট মোঃ মোস্তফা, ন্যাশনাল গ্রামার স্কুলের প্রধান কেফায়েতুল্লাহ কায়সার, অনলাইন সন্দ্বীপ টিভি’র নির্বাহী প্রধান সাংবাদিক খাদেমুল ইসলাম, মছিহুল মাওলা মামুন, অনলাইন বুকশপ ‘পিয়ন’-এর তিন উদ্যোক্তার একজন নাসিফ সাদেকীন তমাল, তরুন লেখক আসাদুজ্জান জাহিদ, সাংবাদিক রিয়াজুল করিম রিজভী প্রমুখ।

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে আলোচকবৃন্দ সমসাময়িক সন্দ্বীপ নিয়ে এবং ‘স্মারক :হাসান মোহাম্মদ’ গ্রন্থের উপর আলোচনা করেন। আলোচকগন এই গ্রন্থের সংকলক ও সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে চা চক্র আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About tvsandwip

Check Also

কানাডা (সিএফএম) ফাউন্ডেশন এর অর্থায়নে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহযোগীতা প্রদান

সু‌বিধা ব‌ঞ্চিত‌দের সা‌থে নি‌য়ে – কানাডা (সিএফএম) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ ও মানবাধিকার কর্মী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *