Breaking News

সাংবাদিক সারোয়ার সুমনের পিতা বীর মুক্তিযোদ্ধা শাহাজান মৃত্যুবরন করেন

সন্দ্বীপ টাউনের ব্যবসায়ী দৈনিক সমকাল পত্রিকার আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমনের পিতা মোহাম্মদ শাহাজান যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় মৃত্যুবরন করেন।
তিনি ১৯৬৯ সালে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্টিকুলেশন পাশ করেন এবং সরকারি হাজী এবি কলেজ থেকে এইচ.এস. সি ও ডিগ্রী পাস করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন এরপর দেশ স্বাধীন হলে তিনি নিজ গ্রামের বাড়ী সন্দ্বীপের সাবেক পুরাতন টাউনে ব্যবসা শুরু করেন।
সন্দ্বীপের রহমতপুরে হীরা কাজির বাড়িতে উনি  জন্মগ্রহন করেন।  মৃতু কালে ৪ কন্যা ১ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি  পরিবার পরিকল্পনা বিভাগ, সন্দ্বীপ উপজেলার  সাবেক পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (FWV)  মোহছেনা বেগম এর স্বামী। যুক্তরাষ্ট্রের হাসপাতালের কার্যক্রম শেষে বাংলাদেশের উদ্যেশ্যে মরদেহ নিয়ে রওনা হবে জানিয়েছে মরহুমের সন্তান সাংবাদিক সারোয়ার সুমন।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন,চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস.আই ফরিদ সহ চট্টগ্রামের সাংবাদিক দের বিভিন্ন পেশাজীবি সংগঠন শোক প্রকাশ করেছেন।

About tvsandwip

Check Also

কুমিরা গুপ্তছড়া নৌ রুটে ভাড়া কমাতে ডিও লেটার দিলেন সাংসদ মিতা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এ রুটে মাত্রাতিরিক্ত  যাত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *