Breaking News

সন্দ্বীপের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ডি এইচ রিপন আর নেই

সন্দ্বীপের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ডি এইচ রিপন আজ সোমবার বিকেল ৩:৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন )। তিনি ৫ দিন পূর্বে ব্রেইন স্ট্রোক ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।
ব্যবসায়ী ডি.এইচ রিপনের প্রথম নামাজে জানাযা ঢাকাস্থ ধানমন্ডি আনোয়ার খান হাসপাতালের সামনে অনুষ্ঠিত হবে রাত ৮ টায় এবং আগামীকাল চট্টগ্রামে মরহুমের ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ও আর নিজাম রোডের মসজিদে । সর্বশেষ জানাজা বাদ যোহর সন্দ্বীপ মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।  ৩য় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থান জলীল হাজীর বাড়ীতে তাঁকে সমাহিত করা হবে।
ব্যবসায়ীর মৃত্যুতে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন শোক প্রকাশ করেছেন।
সন্দ্বীপের বাউরিয়া গ্রামের জলিল হাজীর বাড়ীতে উনার জন্ম। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনটি পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ব্যবসায়ী ডি.এইচ রিপন।

About tvsandwip

Check Also

কুমিরা গুপ্তছড়া নৌ রুটে ভাড়া কমাতে ডিও লেটার দিলেন সাংসদ মিতা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এ রুটে মাত্রাতিরিক্ত  যাত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *