চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুল রাজি টিটু শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান শপথ পাঠ বাক্য পাঠ করান। শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহি কর্মকর্তা সম্রাট খীসা, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হারামিয়া ইউপি চেয়ারম্যান মো: জসিম, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুর আলম কিশোর, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য আবু হায়দার।
শপথ পাঠ শেষে ডিসি কার্যালয় চত্বরে কালাপানিয়াবাসীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান নব নির্বাচিত চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য চট্টগ্রামের সন্দ্বীপ কালাপানিয়া ইউনিয়নে গত ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়।
