Breaking News

শোক দিবস উপলক্ষে বিনামূল্যে ৩০০ অসহায় দুস্থ কে চিকিৎসা সেবা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এস্টেট প্রকাশ বিডিআর মাঠে আজ সকাল ১০ টায় স্থানীয় অসহায় দুস্থ রোগাক্রান্ত মানুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গোলাম সামদানি জনির নিজস্ব উদ্যোগে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কিউরেক্স ডায়গনিস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাক্তার কামরুল হাসান,সামাজিক সংগঠন হাফুস এর সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আজাদ সরফরাজ নেওয়াজ, হালিশহর থানা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সুজন
সকাল থেকেই ৮ জন (মেডিসিন,শিশু ,গাইনী,চর্ম রোগ,স্নায়ু রোগ ও মানসিক রোগ বিশেষজ্ঞ) চিকিৎসকের সমন্বয়ে গঠিত এই চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগর যুব সংগঠক তানভীর আহমেদ সিদ্দিকী তসলিম।
আলোচনা সভা শেষে সাংসদ মহিউদ্দিন বাচ্চু বিনামূল্যে চিকিৎসা নেওয়া সাধারন মানুষদের খোজ খবর নেন। অনুষ্ঠান শেষে হালিশহর এ ব্লক কেন্দ্রিয় মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং এলাকাবাসীর সাথে কুশলবিনিময় করেন।

About tvsandwip

Check Also

ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা সন্দ্বীপের শীপে আটক

নিজস্ব প্রতিবেদক, নভেম্বর ১২, ২০২৩ চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ হয়ে ভাসানচর থেকে পালাচ্ছিল ৮ রোহিঙ্গা।আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *