Breaking News

ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা সন্দ্বীপের শীপে আটক

নিজস্ব প্রতিবেদক, নভেম্বর ১২, ২০২৩

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ হয়ে ভাসানচর থেকে পালাচ্ছিল ৮ রোহিঙ্গা।আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ৭ টায় সন্দ্বীপ থেকে ছেড়ে আসা বিআইডব্লিউটিসির জাহাজ এমভি আইভি রহমান থেকে সাধারন মানুষ আটক করে তাদের।
৮ রোহিঙ্গা সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে এমভি আইভি রহমান জাহাজে করে চট্টগ্রাম পালাচ্ছিল। জাহাজে উঠে তাদের ভাষায় কথা বলতে লাগলে সন্দ্বীপের জাহাজে থাকা যাত্রীদের সন্দেহ হয় এক পর্যায়ে যাত্রীরা বাড়ী কোথায় জানতে চাইলে তারা বলতে না পারায় রোহিঙ্গা সন্দেহে তাদের কে আটক করে জাহাজের মাষ্টারের রুমে নিয়ে যায়।
জাহাজের স্টাপ দেলোয়ার হোসেন নৌ পুলিশ কে জানালে শীপে এসে রোহিঙ্গাদের আটক করে নিয়ে যায় পুলিশ।
নৌ পুলিশের আইসি নাছির উদ্দিন  কে বলেন, জাহাজে ৮ রোহিঙ্গাকে যাত্রীরা আটক করেছে এ খবর পেয়ে আমরা টিম পাঠিয়ে সেখানে আটক থাকা ৮ জন রোহিঙ্গা কে আমাদের হেফাজতে নিয়ে আসি।
তারা গতকাল ভাসানচর থেকে সন্দ্বীপ পালিয়ে আসে এরপর আজ সকালে শীপে করে চট্টগ্রাম পার হচ্ছিল।
আটক হওয়া রোহিঙ্গারা হল মো: সোহেল (১৮), মো: রিয়াজ (১৭), মো: আক্তার হোসেন (১৮), মো: জোবায়ের (১৭), ওমর ফারুক (১৭), মো: জুনায়েদ (১৪), হেলার উদ্দিন (২২), সাদ্দাম হোসেন (১৪)।

About tvsandwip

Check Also

জাহাজ নেই সন্দ্বীপ নৌ রুটে ১০ দিন, মেরামতে উঠবে আগামিকাল

খাদেমুল ইসলাম, সন্দ্বীপ প্রতিনিধি চট্টগ্রামের একমাত্র দ্বীপাঞ্চল সন্দ্বীপের ৫ লক্ষ বাসিন্দার ভোগান্তি লেগেই আছে নৌ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *