Breaking News

বুধবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

বুধবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষা। সারা দেশে এ বছর ২ হাজার ৮৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বছর ২৮ হাজার ৬২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন বেড়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’ বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩৩টি।এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ২১২ জন এবং জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩৬৭ জন।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশের বাইরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছেন সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত(ইউএই), বাহরাইন ও ওমানের মোট ৯টি কেন্দ্রে ৬৫৯ জন পরীক্ষার্থী।

 

সূত্র: rtvonline

About tvsandwip

Check Also

সারাদেশে পাসের হার ৬৮.৯১

  এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে সারাদেশে পাসের হার ৬৮.৯১। জিপিএ-৫ পেয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *