Thursday , December 7 2023
Breaking News

নৌ দূর্ঘটনা রোধ করার জন্য BIWTC এর AGM গোপাল চন্দ্র মজুমদারের সাথে সন্দ্বীপ এসোসিয়েশনের মতবিনিময়

সন্দ্বীপ এসো: সাথে মতবিনিময় কালে গোপাল চন্দ্র নিশ্চিত করেছেন FMC ডক ইয়ার্ডে কুমিরা-গুপ্তছড়া রুটের জন্য ৫২০জন যাত্রী ধারণক্ষমতার একটি অত্যাধুনিক জাহাজ নির্মাণাধীন অবস্থায় আছে। শীঘ্রই এটি চলাচল শুরু করবে।
কয়েকদিনের মধ্যে এস_টি কাজল জাহাজটি টেকনাফ রুট থেকে সন্দ্বীপ রুটে নিয়ে আসা হবে,নিশ্চিত করেছেন গোপাল চন্দ্র মজুমদার।সন্দ্বীপের যাত্রীদের উঠা নামা করার জন্য যত দ্রুত সম্ভব, দুপাশে জন্য দুটি ছোট সি-ট্রাকের দাবী জানিয়েছে সন্দ্বীপ এসোসিয়েশন।

About tvsandwip

Check Also

কুমিরা গুপ্তছড়া নৌ রুটে ভাড়া কমাতে ডিও লেটার দিলেন সাংসদ মিতা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এ রুটে মাত্রাতিরিক্ত  যাত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *