সন্দ্বীপ এসো: সাথে মতবিনিময় কালে গোপাল চন্দ্র নিশ্চিত করেছেন FMC ডক ইয়ার্ডে কুমিরা-গুপ্তছড়া রুটের জন্য ৫২০জন যাত্রী ধারণক্ষমতার একটি অত্যাধুনিক জাহাজ নির্মাণাধীন অবস্থায় আছে। শীঘ্রই এটি চলাচল শুরু করবে।
কয়েকদিনের মধ্যে এস_টি কাজল জাহাজটি টেকনাফ রুট থেকে সন্দ্বীপ রুটে নিয়ে আসা হবে,নিশ্চিত করেছেন গোপাল চন্দ্র মজুমদার।সন্দ্বীপের যাত্রীদের উঠা নামা করার জন্য যত দ্রুত সম্ভব, দুপাশে জন্য দুটি ছোট সি-ট্রাকের দাবী জানিয়েছে সন্দ্বীপ এসোসিয়েশন।
