Breaking News

দারিদ্র্যতা হার মানল শিমুলের মেধার কাছে

তিন অক্ষরে নাম শিমুল। যদিও নামটি একটি ফুলের নাম কিন্তু ফুলের মত এত সুন্দর হয়নি শিমুলের জীবন। সন্দ্বীপের আমানউল্ল্যাহ ইউনিয়নে জন্ম শিমুলের। বাবার তিন সন্তানের মধ্যে শিমুল ২য়। ছোট বেলা থেকে পড়াশুনায় বেশ মনোযোগী ছিল। পরিবারের উপার্যনক্ষম ব্যাক্তি শুধু বাবা একাই। শিমুল বলছিল, অনেক কষ্ট করে বাবা আমাকে আর আমার ছোট বোনকে পড়ালেখা চালাচ্ছেন। বিশেষ করে জেএসসির পর থেকে বড় বড় খরচ গুলো আমার বাবা অনেক কষ্টে ব্যবস্হা করেছেন। এলাকার অনেকেই বাবাকে বলতেন কেন ছেলেটাকে পড়াচ্ছ কাজে লাগিয়ে দাও প্রতিদিন টাকা কামাবে। বাবা সেটি করেন নি,আমাকে মনযোগ দিয়ে পড়ালেখা করতে বলেন, কথা গুলো টেলিফোনে বলছিল সন্দ্বীপের এই অধম্য মেধাবী ছাত্র শিমুল। শিমুল এবারের এসএসসি পরিক্ষায় সন্দ্বীপ কাটগর গোলাম নবী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ এ পরীক্ষায় অংশ নেয় এবং কৃতিত্বের সাথে জিপিএ ৫ অর্জন করে। সে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মানবিকে ২৬ জন A+ ধারীর একজন। ২৬জন A+ শিক্ষার্থীর মধ্যে ২৪ জন ছাত্রী ও দুজন ছাত্র। দুজন ছাত্রের একজন দ্বীপের এই অধম্য এই মেধাবী। শিমুলের এ ধরনের ফলাফলে আনন্দিত স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যরাও। প্রধান শিক্ষক বলেন এ ফলাফল আমাদের স্কুল সহ সন্দ্বীপের জন্য গৌরবের, আরেকজন শিক্ষিকা শারমিন রিক্তা বলেন ছেলেটি পড়াশুনায় বেশ মনোযোগী ছিল, তার ফলাফলে আমরা অনেক বেশী আনন্দিত। আমরা তার উজ্জল ভবিষ্যত কামনা করি। শিমুল আগামীতে একজন শিক্ষক হতে চাই। সে তার পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা চায়।

About tvsandwip

Check Also

কুমিরা গুপ্তছড়া নৌ রুটে ভাড়া কমাতে ডিও লেটার দিলেন সাংসদ মিতা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এ রুটে মাত্রাতিরিক্ত  যাত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *