Breaking News

জান্নাত নির্মম নিয়তির শিকার, ব্রেইন টিউমারে আক্রান্ত জান্নাত কে বাঁচাতে এগিয়ে আসুন

কী নির্মম নিয়তির শিকার মাসুম শিশু জান্নাত!সে জানেনা তার কি জটিল সমস্যা।সে শুধু হাসপাতাল শয্যায় অসহ্য কষ্ট সহে যাচ্ছে।নিরুপায় সে।অসহায় তার মা-বাবা।কিছুই করার সামর্থ্য আর অবশিষ্ট নেই তাঁদের।আমরা সবাই কি পারিনা জান্নাতের জীবনের সুস্থতার উচিলা হতে? আমরা কি পারিনা সম্মিলিত সহায়তায় এ মাসুম শিশুর জীবনে হাসি ফুটাতে?তাঁর পরিবারকে পারিনা একটু ভরসা দিতে?
াই–
আসুন হাত বাড়াই তাকে বাঁচাতে,হাত তুলি আল্লাহর সাহায্য কামনায়, জান্নাতের সুস্থতা কামনায়।
হে আল্লাহ্ রহম করুন।

জান্নাতের জন্য সাহায্য পাঠানোর ঠিকানঃ

Tareq & jahid
A/c no: 07312100056565
Exim bank ltd.
Branch :Sandwip

বিকাশ নাম্বারঃ
01816861671 (personal)

বিস্তারিত যোগাযোগঃ
ওয়াসিম ওসমান (জান্নাতের বাবা)
০১৬৩৩ ৬১৩৯৭৫

শিমুল সন্দ্বীপঃ ০১৮১৬৮৬১৬৭১
তারেকঃ ০১৭১৫১৬১৯৩৮

জান্নাতের পরিচয়
নামঃ জান্নাত
বয়সঃ ৩ বছর
বাবার নাম : ওয়াসিম ওসমান
ঠিকানাঃ সৈয়দ চান মৌলিভির বাড়ি
সন্দ্বীপ পৌরসভা ৬ নং ওয়ার্ড।
সন্দ্বীপ, চট্টগ্রাম

About tvsandwip

Check Also

কুমিরা গুপ্তছড়া নৌ রুটে ভাড়া কমাতে ডিও লেটার দিলেন সাংসদ মিতা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এ রুটে মাত্রাতিরিক্ত  যাত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *