Breaking News

জান্নাতের জন্য ১লক্ষ ৫৫হাজার টাকা নগদ অর্থ সহায়তা

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি,সন্দ্বীপের সাবেক সাংসদ মরহুম এম ওবাইদুল হক সাহেবের পুত্রবধূ রুমানা নাছরিন রুমু ব্রেইন টিউমারে আক্রান্ত জান্নাতের জন্য ১লক্ষ ৫৫হাজার টাকা নগদ অর্থ সহায়তা করেছেন।
এই সহায়তা উনার একান্ত পারিবারিক উৎস হতে দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন।

About tvsandwip

Check Also

কুমিরা গুপ্তছড়া নৌ রুটে ভাড়া কমাতে ডিও লেটার দিলেন সাংসদ মিতা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা গুপ্তছড়া। বর্তমানে এ রুটে মাত্রাতিরিক্ত  যাত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *