সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় নির্মিত টেলিফিল্ম ডুবোচর
জেলেদের,জন-জীবন,সামাজিক অবক্ষয়, দুই বন্ধুর অগাধ বিশ্বাস, ভালবাসা আর দ্বন্দ্ব মুখর গল্প নিয়ে সৃষ্টি এ টেলিফিল্ম।
ইসমাইল হোসেন মনির লেখা গল্পে টেলিফিল্মটি পরিচালনা করছেন সাইফ রাব্বী ও মিজানুর রহমান টিটু।
ডুবোচর টেলিফিল্মে ঘাট মালিকের ভাগিনা আজগর ক্ষমতার দাপট দেখিয়ে জেলেদের অত্যাচার করে থাকে এমন কী জেলেদের মেয়েরা ও তাঁর যৌন লালসার শিকার হয়।নাটকে জেলে সম্প্রদায়ের এমনি একটি মেয়ের নাম ময়না।ঘাট মালিকের ভাগিনা চরিত্র অভিনয় করেন বাবু দ্বীপরাজ ময়না চরিত্রে অভিনয় করেন মিতু।
ডুবোচর টেলিফ্লিমের ট্রেলারটি গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মুক্তি পেয়েছে।ইতিমধ্যে এটি দেশ বিদেশে ব্যাপক সাড়া পেলেছে।
