অদ্য ২১ এপ্রিল ২০১৮ ইং তারিখ জনাব মোঃ শাহজাহান, পিপিএম(বার) অফিসার ইনচার্জ, সন্দ্বীপ থানা, চট্টগ্রামের নেতৃত্বে এসআই মোঃ হেলাল খান, সঙ্গীয় ফোর্স সহ সন্দ্বীপ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সন্দ্বীপ থানার মামলা নং-০১(০১)২০০০, ধারা-৩৯৬ এবং সন্দ্বীপ থানার মামলা নং-২০(১০)৯৯, ধারা-৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ এর একাধিক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মঞ্জুরুল আলম প্রঃ সোহাগ পিতা-মোঃ মোয়াজ্জেম হোসেন প্রঃ মুন্সি সওদাগর, মাতা-বিবি ফাতেমা, সাং-মগধরা আলম বাড়ী হালসাং-মুছাপুর আলমের বাড়ী থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামকে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের সোপর্দ করেন।
