Breaking News

কুমিরা ঘাটে টিকেট কাউন্টারের প্রবেশ পথ টি মৃত্যুপথ এ পরিনত হয়েছে

খাদেমুল ইসলাম   ৩০/০৮/২০১৭

এটি( কুমিরা- সন্দ্বীপ) রুটের কুমিরার টিকেট কাউন্টারের প্রবেশ পথ।দীর্ঘদিন ধরে নদীর ঢেউয়ের কারনে রাস্তার নিছ থেকে মাটি খসে চলে যাওয়াই রাস্তাটি নিছের দিকে হেলে গেছে। কিন্তু বর্তমানে বেশী পরিমানে হেলে গেছে বর্ষায় তীব্র জোয়ারের ঢেউয়ের কারনে, বড় বড় ঢেউ রাস্তার নিছের মাটি গুলো সরিয়ে নিয়েছে। বড় বড় ঢেউ গুলোর থেকে রক্ষা করতে নিছ থেকে তৈরী করা হয় একটি গাইড ওয়াল, সেটিও  মানসম্মত কাজ না হওয়াই ভেঙ্গে গেছে। এতে করে ঢেউ গুলো রাস্তার উপরে ও নিছে উপছে পরছে, রাস্তার নিছের বালি কনা ও মাটি সরে যাচ্ছে।

চলতি সপ্তাহ ঈদের সপ্তাহ হওয়াই যাত্রীর চাপ বেশী যে কোন সময় ভূল বশত তাড়াতাড়ি হাটতে গিয়ে পিচ্ছিল খেয়ে পরলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এই রাস্তাটি বর্তমানে বৃদ্ধ ও শিশুসহ সকল বয়সী যাত্রীদের চলাচলের জন্য মৃত্যু ঝুঁকিতে পরিনত হয়েছে।আজ সন্দ্বীপ ঈদ করতে যাওয়া আইআইইউসি বিবিএ ৩য় বর্ষের শিক্ষার্থী নাজমুল মুন্না আমাদের প্রতিনীধি কে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি সংস্কার করা দরকার এবং মানসম্মত রাস্তা তৈরী করা দরকার অন্যথায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। সন্দ্বীপে ঈদ করতে যাওয়া চবি শিক্ষার্থী রাবেয়া খানম রুমি বলেন সন্দ্বীপের অনেকগুলো ঘাট থাকলে ও বর্তমানে এ ঘাটের মাধ্যমে যাতায়াত বেশী কিন্তু সে তুলনায় সুযোগ সুবিধা তেমন বেশী পাচ্ছে না যাত্রীরা। খুব শীঘ্রই এটি মেরামত করার জন্য চবি শিক্ষার্থী সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আফতাফ খান অমির সহযোগিতা চান।

About tvsandwip

Check Also

ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা সন্দ্বীপের শীপে আটক

নিজস্ব প্রতিবেদক, নভেম্বর ১২, ২০২৩ চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ হয়ে ভাসানচর থেকে পালাচ্ছিল ৮ রোহিঙ্গা।আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *